কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান মঙ্গলবার দুপুরের দিকে বাজিতপুর পৌরসভার স্থানীয় সরকার দিবসের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার স্থানীয় সরকারের সবকিছু দিক নির্দেশনা দিয়েছেন। এসময় তিনি বলেন, স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক ফারাশিদ বিন এনাম। এসময় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে মত বিনিময় সভা শেষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রমিকদের কনজারভেনসি শুভ উদ্ভোধন করেন- জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ উদ্ভোধন শেষে পৌরসভার পক্ষ হতে গার্ভেজ ভ্যান প্রদান করা হয়।