আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরির নজির গড়েছেন রাচিন। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রাচিন। আহমেদাবাদের ঐ ম্যাচে ৯৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেছিলেন রাচিন। তার সাথে জুটিবদ্ধভাবে ডেভন কনওয়ের অপরাজিত ১৫২ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এবার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় রাচিনের। ইনজুরির কারণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন রাচিন। ২০২৩ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে খেলে এ পর্যন্ত ৪টি সেঞ্চুরির মালিক রাচিন। সবগুলোই আইসিসি ইভেন্টে। এক্ষেত্রেও রেকর্ড গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রাচিন। গত ওয়ানডে বিশ্বকাপে ৩টি এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১টিসহ চারটি শতক হাকিয়েনে রাচিন। এতে পেছনে পড়ে গেছে নিজ দলের নাথান অ্যাস্টল ও কেন উইলিয়ামসনের রেকর্ড। দু’জনই ৩টি করে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন।