‘বিপিএলের বোলিং নিম্নমানের’-আশরাফুল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩০ পিএম
‘বিপিএলের বোলিং নিম্নমানের’-আশরাফুল

বিদেশি খেলোয়াড়ের মান এবং বোলারদের মানের দিক থেকে সর্বশেষ বিপিএল নিম্নমানের ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ দলের মানসম্পন্ন স্পিন খেলার পারদর্শিতাও খুব বেশি নেই বলে মনে করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর ঘরোয়া ক্রিকেটের মানকেও কাঠগড়ায় রেখেছেন আশরাফুল। নিউজিল্যান্ডের মতো পেসে নির্ভর দলের স্পিনের বিপক্ষে ভড়কে যাওয়া বিব্রতকর কি না, এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘বিব্রতকর না এই কারণে- আমরা ভাবি বা দর্শকরা ভাবেন আমরা স্পিনে খুব ভালো। এটা আসলে ভুল ধারণা। কোয়ালিটি স্পিনের বিপক্ষে আমরা এখনও এতটা ভালো না। আমরা যখন খেলতাম তখনও কোয়ালিটি স্পিনারের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হত। ড্যানিয়েল ভেট্টোরি আমাদের সাথে সিরিজ খেলতে আসত, দেখা যেত ২ টেস্ট ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে যাচ্ছে। মুরালিধরন এসে ২০-২২টা উইকেট নিয়ে যেত, কিংবা শেন ওয়ার্ন। কোয়ালিটি স্পিনের বিরুদ্ধে আমরা কখনই এতটা ভালো না। যদি উইকেটে সহায়তা না থাকে আমাদের খেলোয়াড়রা এত ভালো না, আমাদের সময়ও আমরা ছিলাম না। ট্রু ব্যাটিং উইকেট হলে আমরা ভালো করতে পারি। উইকেটে টার্ন হলে, লো হলে সমস্যা হয়ে যায়।’ নিউজিল্যান্ডের স্পিনাররা বাংলাদেশের রিশাদ হোসেন কিংবা মেহেদী হাসান মিরাজের চেয়েও ভালো মানের ছিলেন বলে মনে করেন এই তারকা, ‘তিনজনই আমাদের চেয়ে কোয়ালিটি স্পিনার। বল ঘুরাতে পারে, একুরেসি এত চমৎকার। লাইন-লেন্থ এত সুন্দর, পেস ভেরিয়েশন এত সুন্দর। আর আমাদের ব্যাটাররা বেশি সমীহ দেখিয়েছে তাদের।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিপিএলে যে মানের বোলিংয়ের বিপক্ষে খেলে গেছে টাইগাররা তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ভাঁটা পড়েছে বলেও অভিযোগ করেছেন মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘যাওয়ার আগে বিপিএলে যে মানের বোলিং খেলে গিয়েছি। খুবই নিম্নমানের বোলিং ছিল। প্রতিটি দলই যদি দেখেন। ৩ জন কোয়ালিটি বোলার ছিল, ২ জন বোলার এমন ছিল চাইলেই ওদের বিরুদ্ধে রান করতে পারবেন। এমন এমন বল করত, কিছু করার দরকার নেই, অপেক্ষা করলেই রান করার মতো বল। সেই জায়গায় আমাদের ভালো প্রস্তুতি হয়নি।’ সম্প্রতি মোহাম্মদ মিঠুন অভিযোগ করে বলেন, ঘরোয়া ক্রিকেটের মান শুধুই নিচের দিকে যাচ্ছে। আশরাফুলও তার সাথে একমত। এজন্য টুর্নামেন্টের সূচি নির্ধারণকে দায়ী করে সাবেক অধিনায়ক জানান, ‘বিপিএল হওয়ার কারণে বাকি সব টুর্নামেন্টের টাইমিং ওলটপালট হয়ে গেছে। আগে ওয়ানডে ভালো কেন খেলতাম? ডিপিএলের মান ভালো ছিল, সঠিক সময়ে খেলতাম। গত ৫-৭ বছর ধরে ডিপিএল রোজার মধ্যে পড়ে, সাথে এত গরম থাকে। খেলোয়াড়রা তাদের সেরাটা দিতে পারে না। গত ৩-৪ বছর আমাদের লিস্ট ‘এ’ ক্রিকেট নিচের দিকে যাচ্ছে। বিপিএলও গত ৪-৫ বছর ভালো মানের বিদেশি আসছে না। আমাদের ঘরোয়া ক্রিকেটের সূচি দেখলে দেখবেন, কোনো টুর্নামেন্টই সঠিক সময়ে হচ্ছে না। এনসিএলে প্রতি বছর ২-৩ ম্যাচ হাতছাড়া হয় বৃষ্টির কারণে। বগুড়া-কক্সবাজারে একদিন বৃষ্টি হলে ৪ দিন খেলা হয় না। ক্যালেন্ডার সঠিকভাবে হচ্ছে না। প্রস্তুতি ভালো হচ্ছে না।’