মহেশপুর সীমান্তে ফেনসিডিল ও মদসহ আটক ১৭

এফএনএস (টিপু সুলতান,কালীগঞ্জ,ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫১ এএম
মহেশপুর সীমান্তে ফেনসিডিল ও মদসহ আটক ১৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ্য ভাবে ভারতে পারাপারের সময় ১৭ বাংলাদেশী নাগরিক আটক ও পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধারসহ ১৭ জন কে আটক করেছে। মঙ্গলবার রাতে অভিজান পরিচালনা করা হয়। এ সময় ১২৬ বোতল ফেনসিডিল,১৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সোমবার মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ নতুন পাড়া বিওপি’র টহলদল নতুনপাড়া গ্রামের মাঠের লিচু বাগান থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। গয়েশপুর বিওপি’র টহলদল গয়েশপুর উত্তরপাড়া কলা বাগান থেকে ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

মঙ্গলবার মধাবখালি বিওপি কর্তৃক মাধবখালি গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে ৯৭ বোতল মদ ও ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়াও মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ লাড়াইঘাট, পলিয়ানপুর, কুসুমপুর, বাঘাডাংগা সীমান্তে অবৈধ ভাবে ভারতে পারাপারের সময় ১৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে