কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গত কাল বুধবার দুপুর ১২ টায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন ক্রীড়ার মাধ্যমে শিক্ষা ও দেশ গঠন করা যায়। তিনি বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিশ্বের মধ্যে স্থান করে নিয়েছেন। তোমরাও একদিন যদি ভালো খেলোয়ার হউ তাহলে আমাদের বাজিতপুর ও একদিন বিশ্বের মতো স্থান করে নিতে পারো। এই অনুষ্ঠানটি সভাপত্বিত করেন উক্ত বিদ্যালয়ের ও কলেজের পরিচালনা পর্ষদে সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক মোস্তুফা আমিনুল হক, যুগ্ম আহবায়ক আবুল ফজল হোসেন, বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ মনিরুজ্জামান, হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কবির আলম শাহ্। অনুষ্ঠানটি সঞ্চনালয় ছিলেন সহকারী শিক্ষক শাহিনুর রহমান।