বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সকল উপজেলার আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩ ডিসেম্বর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। জামায়াতের যশোর জেলার নির্বাচন কমিশনার মাওলানা হাবিবুর রহমান ও তার সহযোগিরা সকল উপজেলার আমীর নির্বাচনে রুকনদের কাছ থেকে সরাসরি ভোট গ্রহণ করেন।এতে প্রায় আড়াই হাজার রুকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে কেউ প্রার্থী হতে পারবেনা।সকল রুকনরা প্রার্থী তবে কোন রুকন নিজের ভোট নিজেকে দিতে পারবেনা। তার দৃষ্টিতে যে রুকন সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন তাকে ভোট দিতে হবে। কোন ক্যাম্পিং, প্রচারণা অথবা কাউকে ভোট দেওয়ার ব্যাপারে কোন ইঙ্গিতপূর্ন কথা বা লেখা প্রকাশ করলে তার রুকনিয়াত বাতিল হয়ে যাবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে ভারত উপমহাদেশে ৮৩ বছর যাবৎ এ পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করে আসছে। সেই হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে একই পদ্ধতিতে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত এ পদ্ধতিতে নেতা নির্বাচন করে আসছে। ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য যারা উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন তারা হলেন। শার্শা উপজেলায় অধ্যাপক ফারুক হাসান,বেনাপোল থানায় জনাব রেজাউল ইসলাম,ঝিকরগাছা উপজেলায় মাওলানা আব্দুল আলিম,চৌগাছা উপজেলায় মাওলানা গোলাম মোরশেদ, যশোর সদর উপজেলায় অধ্যাপক আশরাফ আলী, যশোর শহর আমীর হয়েছেন অধ্যাপক শামসুজ্জামান, বাঘারপাড়া উপজেলায় অধ্যাপক রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলায় অধ্যাপক সরদার শরীফ,মনিরামপুর উপজেলায় অধ্যাপক ফজলুল হক,কেশবপুর উপজেলায় অধ্যাপক মোক্তার আলী ও পেশাজীবি সাংগঠনিক থানার আমীর নির্বাচিত হয়েছেন রাশিদুজ্জামান রতন।