নাগেশ্বরীতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৩ পিএম
নাগেশ্বরীতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মানববন্ধন

নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলায়মান আলী স্ব-পদে বহাল থেকেও পলাতক থেকে পরিষদে উপস্থিত না থাকায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় প্রতিবাদে বেরুবাড়ী বাজারে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর ফারুক হাজী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু, আক্কাস আলী, মাহালম মিয়া, আব্দুস সাফি মোল্লা, রুবেল মিয়া প্রমুখ।  

এ সময় বক্তারা অভিযোগ করে জানান, ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী পালাতক থেকে পরিষদে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে ভোটার হালনাগাদকরণ, জন্ম ও মৃত্যু সনদ না পাওয়া, টি-আর কাবিখা ও কাবিটার প্রকল্প বাস্তকবায়নসহ সাধারণ মানুষ নানাভাবে নাগরিক সেবা সেবা বঞ্চিত রয়েছেন। এভাবে নানামুখি সমস্যা হচ্ছে তাদের। তাই নাগিরক সেবার অব্যাহত রাখার দাবিতে প্যানেল চেয়ারম্যান গঠনের জোর দাবি করেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে