নাগেশ্বরীতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৩ পিএম
নাগেশ্বরীতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মানববন্ধন

নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলায়মান আলী স্ব-পদে বহাল থেকেও পলাতক থেকে পরিষদে উপস্থিত না থাকায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় প্রতিবাদে বেরুবাড়ী বাজারে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর ফারুক হাজী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু, আক্কাস আলী, মাহালম মিয়া, আব্দুস সাফি মোল্লা, রুবেল মিয়া প্রমুখ।  

এ সময় বক্তারা অভিযোগ করে জানান, ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী পালাতক থেকে পরিষদে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে ভোটার হালনাগাদকরণ, জন্ম ও মৃত্যু সনদ না পাওয়া, টি-আর কাবিখা ও কাবিটার প্রকল্প বাস্তকবায়নসহ সাধারণ মানুষ নানাভাবে নাগরিক সেবা সেবা বঞ্চিত রয়েছেন। এভাবে নানামুখি সমস্যা হচ্ছে তাদের। তাই নাগিরক সেবার অব্যাহত রাখার দাবিতে প্যানেল চেয়ারম্যান গঠনের জোর দাবি করেন বক্তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW