চাটমোহরে ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৭ পিএম
চাটমোহরে ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহর স্পোর্টস একাডেমি। চাটমোহর ওলামা পরিষদের সভাপতি হাফেজ মওলানা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আয়োজক চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল। ক্বেরাত সম্মেলন উপলক্ষে চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এতে পবিত্র কোরআনের ৪ পারা,১০ পারা ও ৩০ পারা তেলওয়াতে অংশ নেন ৩০০ জন প্রতিযোগি। মোট তিন গ্রুপ থেকে গ্রান্ডফিনালে অংশ নেন ৩৫ জন প্রতিযোগি। বুধবারের ফাইনালে ৩ গ্রুপ থেকে ৯ জন বিজয়ী হয়। 

৫ পারায় ১ম স্থান অধিকার করেন নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ,২য় হন ভাঙ্গুড়ার সারুটিয়ার জামেউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার ছাত্র মোঃ নাসিম হাসান ও ৩য় হয়েছেন আটঘরিয়া নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ জিম আহমেদ। ১০ পারায় ১ম হয়েছেন এমকেআর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবির হাসান,২য় চাটমোহরের গুনাইগাছা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মহিত হাসান ও ৩য় হয়েছেন দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাবিব নাজ্জাবী।

৩০ পারা তেলওয়াতে ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ কাওছার আহদে,২য় হয়েছে আটঘরিয়ার গঙ্গারামপুর মাদ্রাসার ছাত্র আবু আইয়ুব আনসারী ও ৩য় হয়েছে চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার ছাত্র হাসানুর রহমান। ক্বেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ ক্বারী মওলানা আবু জর গিফারী। সহকারী বিচারক ছিলেন হাফেজ মওলানা হামিদুল ইসলাম। আয়োজকদের পক্ষে তৌহিদুল ইসলাম তাইজুল জানান,আল্লাহর রহমতে সুন্দরভাবে প্রতিযোগিতা শেষ হয়েছে। শীঘ্রই বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে