সুজানগরের কৃতি সন্তান হাইকোর্ট বিভাগের বিশিষ্ট আইনজীবী হাজারী জাকিয়া হুমায়রা তমা প্রশাসনিক ট্রাইব্যুনাল ঢাকার প্যানেল আইনজীবী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটরের অনুবিভাগ কর্তৃক তিনি ওই পদে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগ প্রাপ্তির দুইদিন পর গত ২৫ ফেব্রুয়ারি তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। আইনজীবী তমার বাবা হাজারী জাকির হোসেন চুন্নু উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের পরপর চারবার নির্বাচিত জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান তথা সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মা হাজারী লুৎফুন্নাহার পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা অধিকার বাস্তবায়ন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। তিনি তার এই কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের দোয়া প্রার্থী।