“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার”প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী-মোঃ আহসান কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আবু মূসা ফয়সাল, চাঁদপুর সদরের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ড এবং গুরুত্ব তুলে ধরেন ডিডি এলজিইডি মো. গোলাম জাকারিয়া বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজগুলো ব্যাপক। যারাই আমরা এই দায়িত্বে রয়েছি, আমরা জনসাধারণের সেবার মান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, আপনারা জানেন সারাদেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। তাই আমাদের সচেতনতা বৃদ্ধি করা,কাজের অগ্রগতি সম্পর্কে আরো মান বৃদ্ধি, স্থানীয় সরকার বিভাগের সকল বিভাগের কাজগুলো দ্রুত ও সহজে সমাধান দিয়ে জনসাধারণের সেবার মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই আমাদের সেবার মান এবং স্থানীয় সরকার বিভাগের সকল দপ্তরের কাজগুলো আরো সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারবো। এবং সেবার ক্ষেত্রে আরো এগিয়ে যাবো,জনগনের কাছে থেকে সেবা দিয়ে যাবো। আমরা সেবায় বিশ্বাসী।