বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিরল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় টিম সেতাবগঞ্জ, বোচাগঞ্জকে ৫-৬ গোলের ব্যবধানে ট্রাইব্রেকারে সাহাগার ট্রেডার্স, ফুলবাড়ীকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার রক্ষণশীল গোলরক্ষক মোঃ দিদারুল ইসলাম এর হাতে তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম।
এ সময় জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আকতার, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি সুমন রেজা, সাবেক যুবনেতা কুরবান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইমরান প্রধান, ভান্ডারা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ, মুজাহিদ, মোকাম্মেলসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।