তেঁতুলিয়া ইউএনও অপসারণের দাবিতে জেলা প্রসাশকের কাছে গণ অভিযোগ

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ এএম
তেঁতুলিয়া ইউএনও অপসারণের দাবিতে জেলা প্রসাশকের কাছে গণ অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া  উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো. ফজলে রাব্বিকে অপসারণের দাবিতে গত বুধবার উপজেলার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলা প্রসাশকের কাছে গণ অভিযোগ করেছে।  

অভিযোগে জানা যায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি যোগদানের পর থেকে একের পর এক লক্কাকান্ড করে বহাল তবিয়তে চাকুরি করছেন। তেঁতুলিয়ায় যোগদানের পর ২০২৪ সালে গভীর রাতে নেশাগ্রস্থ অবস্থায় নিজে সরকারি পাজারো জিপ গাড়ী চালিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা নামক স্থানে সড়ক দূর্ঘটার শিকার হন। তখন ঘটনাস্থলে তেঁতুলিয়া উপজেলার সাবেক প্রকৌশলী আবু সাঈদ নিহত হন এবং গাড়ীটি দুমড়ে মুছেড়ে যায়। তখন নিজেকে ফ্যাসিট সরকারের কর্মি বলে দাবী করে পার পেয়ে যান। এছাড়া  তেঁতুলিয়া বেরং কমপ্লেকের আইপিএস মেরামত, চা শ্রমিকের ঘর নির্মাণ, মডেল মসজিদের পুরাতন চেয়ার এনে হলরুম সজ্জিত করার নামে কয়েক লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। তেঁতুলিয়া কৃষি অফিসের  বিভিন্ন প্রকল্পের ফাইলে ইউএনও স্বাক্ষর দিতে উৎকোচ দাবী করে গড়িমসি করেন। ফলে প্রান্তিক চাষীরা প্ররোদনার বীজ সার ও কীটনাশক সঠিক সময়ে পাইনি। একইভাবে ইউনিয়ন পরিষদের নানা রকম উন্নয়ন তহবিলে স্বাক্ষর না দেয়ায় ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইফ সমপ্রচার করেন। তখন ইউএনও ওই চেয়ারম্যানের বাড়িতে রাত সাড়ে তিন ঘটিকায় তার গাড়ি যোগে লোকবল পাঠিয়ে পোস্টটি হায়েড করেন। এছাড়া চেয়ারম্যানের যাবতীয় ফাইলে স্বাক্ষর করে পৌছে দেন। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি/২৫)  সামাজিক বন বিট কর্মকর্তাকে রাজনৈতিক ব্যক্তিদের সামনে অকথ্য ভাষায় গালমন্দ ও থাপ্পড় মারতে চান ইউএনও। একইভাবে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী/২৫) দিবাগত রাতে শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে একটি খারিজের কাজে অফিসে ডেকে নিয়ে অপমান অপদস্ত করেন। এরই প্রেক্ষিতে সেদিন রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের চৌরাস্তা বাজারে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মহাসড়ক অপরোধ করে ইউএনও’র অপসারের দাবীতে বিক্ষোভ করেন। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু, সদস্য সচিব জাকির হোসেন, শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, ওলামাদলের আহবায়ক ও তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হযরত আলী, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ । 

পরে উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রন্জু  অবরোধকারী দলীয় নেতা-কর্মীদের শান্ত করে বলেন, জেলার প্রশাসকের সাথে আমার কথা হয়েছে লিখিত অভিযোগ দিলে অতি শীঘ্রই ইউএনও অপসারণ করবেন। পরক্ষণে নেতা-কর্মীরা সড়ক অবরোধ তুলে নেন। একই সংগে তেঁতুলিয়া ইউএনও ফজলে রাব্বি অপসারণের ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

উপজেলা নির্বাহী অফিসারকে গণ অভিযোগের  এসব বিষয়ে জানতে ফোন করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে