জাতীয় নাগরিক কমিটির চার পদ বহাল রেখে বাকি সব কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৬ এএম | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৬ এএম
জাতীয় নাগরিক কমিটির চার পদ বহাল রেখে বাকি সব কমিটি বিলুপ্ত
ঢাবির মধুর ক্যানটিনে বুধবার নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেন সমন্বয়কেরা-এফএনএস

রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি (জানাক) তাদের কেন্দ্রীয় কমিটির চারটি প্রধান পদ বহাল রেখে বাকি সব নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদ বহাল থাকবে। তবে অন্যান্য সাংগঠনিক কাঠামো বিলুপ্ত করা হয়েছে। এতে বলা হয়, জানাকের যেসব সদস্য নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন, তাদের সদস্যপদ ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার আগ পর্যন্ত বহাল থাকবে। তবে দল গঠনের পর সংশ্লিষ্ট সদস্যদের জানাকের সদস্যপদ বাতিল হিসেবে গণ্য হবে। যারা নতুন দলে যোগ দিচ্ছেন না, তাদের সদস্যপদ বহাল থাকবে।

জানাকের উদ্যোগে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসছে আগামী ২৮ ফেব্রুয়ারি। নতুন দল আত্মপ্রকাশের মাধ্যমে জানাক তার রাজনৈতিক দল গঠনের ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন করবে। দল গঠনের পর জানাক ‘সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে কোনো নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে না।


সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন জানান, আগামী ১৫ দিন আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে তারা জানাকের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করবেন।

জানাকের কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাফে সালমান রিফাত ও আলী আহসান জুনায়েদ রাজনৈতিক প্রক্রিয়ায় না থাকার ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রতি শুভকামনা জানান।

রিফাত তার পোস্টে লেখেন, “২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না। তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন।”

অন্যদিকে, আলী আহসান জুনায়েদ বলেন, “নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না, তবে বৃহত্তর ঐক্যের স্বার্থে নীরবতা পালন করছিলাম। নতুন দলের জন্য শুভকামনা।”

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখে জানাক ভবিষ্যতে জনগণের স্বার্থে কাজ করে যাবে। সংগঠনটি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে