আফগানিস্তানের রূপকথার জয়, বিদায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৪ এএম
আফগানিস্তানের রূপকথার জয়, বিদায় ইংল্যান্ড

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক অবিস্মরণীয় ম্যাচ উপহার দিল আফগানিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে নিজেদের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানরা। অন্যদিকে, টানা দুই পরাজয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ৭ উইকেটে ৩২৫ রান। দলের ব্যাটিং নায়ক ছিলেন ইব্রাহিম জাদরান, যিনি ১৪৬ বলে ১৭৭ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন এই আফগান ওপেনার। তার দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে দলীয় সংগ্রহ পৌঁছায় চ্যালেঞ্জিং স্কোরে।

৩২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ১৩৩ রানে ৪ উইকেট হারালেও জো রুট ও জস বাটলারের দারুণ জুটিতে ম্যাচে ফেরে তারা। বাটলার ৪২ বলে ৩৮ রান করে বিদায় নিলেও রুট একপ্রান্ত আগলে রাখেন। ১১১ বলে ১২০ রানের ইনিংস খেলে তিনি দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।

কিন্তু আফগান বোলারদের অনবদ্য পারফরম্যান্স ইংল্যান্ডের আশা ভঙ্গ করে দেয়। আজমতউল্লাহ ওমরজাই শেষ মুহূর্তে বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন। ৯.৫ ওভারে ৫৮ রান দিয়ে তুলে নেন ৫টি মূল্যবান উইকেট।

শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান, হাতে মাত্র ১ উইকেট। ক্রিজে ছিলেন আদিল রশিদ ও মার্ক উড। কিন্তু ওমরজাইয়ের স্নায়ুচাপ সামলে বোলিংয়ে ফিরতি আঘাতে শেষ ওভারের পঞ্চম বলেই ইংলিশদের ইনিংস গুটিয়ে দেন। ইংল্যান্ড থামে ৪৯.৫ ওভারে ৩১৭ রানে।

টানা ছয় ওয়ানডে ম্যাচে হার, ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের জন্য এটি হতাশাজনক অধ্যায়। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বেই তাদের বিদায় নিশ্চিত হলো। অন্যদিকে, আফগানিস্তানের জন্য এটি নতুন ইতিহাস। টানা দ্বিতীয়বার ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল তারা।

২৮ ফেব্রুয়ারি লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সেই ম্যাচটি এখন অলিখিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে আফগানরা।