পিরোজপুরে সন্ত্রাসমুক্ত জেলা গড়ার আহ্বান পুলিশ সুপারের

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৫১ এএম
পিরোজপুরে সন্ত্রাসমুক্ত জেলা গড়ার আহ্বান পুলিশ সুপারের

পিরোজপুর জেলাকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় ইন্দুরকানি উপজেলার ৬৫টি জামে মসজিদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ ডিসেম্বর) টগরা কামিল মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজের পর ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হাসান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে পুলিশের বার্তা পৌঁছে দেন। তিনি জানান, জেলার প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে হবে। পুলিশ সুপার মহোদয়ের মোবাইল নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর সরবরাহ করা হয়। উপস্থিত মুসল্লিগণ এ উদ্যোগকে স্বাগত জানান এবং পিরোজপুরকে নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে