কাউখালীতে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৬ পিএম
কাউখালীতে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি

কাউখালীতে মাহে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য সামগ্রী বিক্রি করছে এক বিক্রেতা। উপজেলা সদরের কচুয়াকাটি বেইলি ব্রিজ সংলগ্ন তাজুল ইসলাম নামে এক মুদি দোকানদার মাহে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী তার দোকানের পন্য সামগ্রী বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি করছে। খেটে খাওয়া দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ এই দোকান থেকে কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করে। এক কেজি চিনি ১১৭ টাকা, ১ কেজি ছোলা বুট ৯৭ টাকা, চিড়া ৫৯ টাকা, সয়াবিন তৈরি ১ লিটার ১৭০ টাকা, প্রকারভেদে খেজুর ১৬০ টাকা থেকে ৬০০ টাকা, ১ কেজি বেসন ৮০ টাকা,৩০০ গ্রাম রুহআফজা ২৫০ টাকা, ৭৫০ গ্রাম রুহ আফজা ৪৫৫ টাকা, ১০০ গ্রাম ইসুবগুলের ভুষি ৯৭ টাকা, ১০০ গ্রাম তোকমা ৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পিঁয়াজ, রসুন, আলু, আটা, নুডুলস সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অন্যান্য মাসের চেয়ে কম দামে বিক্রি করছে। বিক্রেতা তাজুল ইসলাম বলেন, আমি বছরের ১১ মাস কমবেশি লাভ করি। বছরের অন্ততপক্ষে রমজান মাসে সামান্য লাভে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি করে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করছি। অনেক পণ্য কেনা দামের চেয়েও কম দামে বিক্রি করছি। ক্রেতা দিনমজুর শুকুর আলী ও কাবুল হোসেন বলেন, কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় করতে পেরে কিছু টাকা বেচে যায়। মোগো মত গরীবের দিকে কেউ খেয়াল রাখে না। এই দোকানদার বেটা প্রতি বছরই রমজানের সময় মোগো কাছে কম লাভে মালামাল বিক্রি করে। এই দোকানদারের মহতী উদ্যোগ সাদরে গ্রহণ করছেন এলাকাবাসী। দূর দুরন্ত থেকে এই দোকান থেকে পণ্য সামগ্রী কেনার জন্য ভিড় লেগে থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে