সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২২ পিএম
সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি। তিনি দক্ষ ও সোজাসাপ্টা ব্যক্তি, যা বলার তা মানুষের মুখের ওপর বলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সবাইকে সতর্ক করে বলেন, “নিজেরা হানাহানিতে, পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।” তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেননি। আমি যতটুকু ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।” তবে তিনি এও উল্লেখ করেন যে, সেনাপ্রধানের বক্তব্যের ব্যাখ্যা কেবল তিনিই দিতে পারবেন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, “উনি কি বলেছেন, না বলেছেন, সে ব্যাখ্যা আমি দিতে পারব না। সেটা উনিই দিতে পারবেন।” সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন।”

সেনাপ্রধানের এই বক্তব্যকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তার এই মন্তব্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। তবে এই বক্তব্যের রাজনৈতিক প্রভাব ও তাৎপর্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের মন্তব্যে সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন জানানো হয়েছে এবং তাকে একজন দক্ষ ও স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা সেনাপ্রধান নিজেই দেবেন বলে তিনি মনে করেন।

আপনার জেলার সংবাদ পড়তে