ভাইরাল সেনা সদস্যর উদ্যোগে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম
ভাইরাল সেনা সদস্যর উদ্যোগে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত

বন্যাদুর্গতদের উদ্ধার করতে গিয়ে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ ও গর্ভবতী নারীদের ট্রাকে উঠিয়ে দেশব্যাপী ভাইরাল হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (গানার) সেই কাজী সুজন এবার নিজ এলাকায় গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম।

জেলার গৌরনদী উপজেলার টরকী পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে “ট্রাষ্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোম” নামের বৃদ্ধাশ্রমটি বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা সদস্য কাজী সুজনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, দৈনিক জনকন্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, লন্ডন প্রবাসী ব্যারিষ্টার রুমান ইসলাম, গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. সুজন, সাংবাদিক এসএম মিজান, হাসান মাহমুদ, জামিল মাহমুদসহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সেনা সদস্য কাজী সুজনের প্রতিষ্ঠিত গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের পরিচালক ইমরান ইবনে আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে কেককাটার পর দোয়া-মোনাজাত করা হয়। উদ্বোধনী দিনেই দুইজন অসহায় বৃদ্ধা মায়ের বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে। অসহায় বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র হিসেবে এ বৃদ্ধাশ্রমটি চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বৃদ্ধাশ্রমের উদ্যোক্তা সেনা সদস্য কাজী সুজন।


আপনার জেলার সংবাদ পড়তে