বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের ভুঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম সাপের ধংশনে (কামড়ে) মৃত্যুবরন করার পরে তার পরিবারের জন্য পাকাদালান নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুইয়া। বৃহস্পতিবার বিকেলে ওই মসজিদের মৃত ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির জন্য দোয়া মোনাজাত শেষে তার পরিবারের ওইদালানটি অনুষ্ঠক ভাবে হস্তান্তর করা হয়।
জানাগেছে, গত ২০ মে বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারি ফজরের নামাজ শেষে একটি গাছের সাথে ইলেকট্রিক সুইজ অফ করতে যান। তখন একটি বিষধর সাপ তাকে ধংশন (কামড়) দেয়। হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি মৃতুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেলুহার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুঁইয়া পেশ ইমামের মৃতুর পর থেকে প্রতি মাসে তার পরিবারকে ১৮ হাজার টাকা দিয়ে আসছেন এবং তাদের থাকার জন্য চার কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে দিয়েছেন। ।
নুরুজ্জামান ভুঁইয়া বলেন, আমি মানুষকে দেখানোর জন্য না মসজিদের একজন ইমাম মারা গেছে। তার পরিবারটি অসহায় হয়ে পরেছিলো তাদের ভালোথাকার ব্যাস্থা ছিলোনা তাই তাদের পাশে দাড়িয়েছি। পিতার মতো তার ছেলেও একজন হাফেজ হওয়ার জন্য পড়াশুনা করছে। আমি গনকবরের জন্য জায়গা দান করেছি। একটি মহিলা মাদ্রাসা নির্মাণসহ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহয়তা করে থাকি।
দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, নুরুজ্জামান ভুঁইয়া, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক, বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন ভুঁইয়া স্বপন, যুবদল নেতা হাসান কাজী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও মৃত হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির ভাই হাফেজ মহিউদ্দিনসহ প্রমুখ।