গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কমিটি ঘোষণা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৮ পিএম
গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার (২০২৫-২০২৬) সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার বিকেলে শিলাসী মীর বাড়ীতে আয়োজিত এক শুরা অধিবেশনে এই কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা ফজলুল করীম রসুলপুরী। এতে গফরগাঁও উপজেলা শাখার সভাপতি পদে মাওলানা জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা ইসলাম উদ্দিন ও সেক্রেটারি পদে মুফতি আনোয়ার হোসাইন নির্বাচিত হয়েছেন।

মাওলানা ফজলুল করীম রসুলপুরী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটির নেতৃত্বে গফরগাঁও উপজেলা সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে। এসময় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে