শেরপুরে গাঁজাসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২০ পিএম
শেরপুরে  গাঁজাসহ  কারবারি আটক

 শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নালিতাবাড়ী থেকে ১২ কেজি গাঁজাসহ মো. জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় । মো. জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে নালিতাবাড়ীর ফুলপুর গ্রামে মাদক কারবারি মো. জোনাব আলীর বসত বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত বাড়িতে তল্লাশী করে চার প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়ে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো, সালেমুজ্জামান বলেন, মো. জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক কিনে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে