বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেনাপোলের বড়আচড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে সাগর হোসেন,আলতাফ গাজির ছেলে আল আমিন,সাদিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে কলিম হোসেন,ভবারবেড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে আল আমিন,গাজিপুর গ্রামের ইলিয়াছ খার ছেলে এরশাদ আলী,কাগজপুকুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন রনি,ভবেরবেড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল আমিন,মুনসুর আলীর ছেলে সাঈদ আলী,কাগমারী গ্রামের মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা,নারানপুর গ্রামের শাহিন সর্দারোর ছেলে সেলিম সরদার, বড়আচড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মশিয়ার রহমান মশি,ভবেরবেড় গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে কামাল হোসেন,সাদিপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে মুক্তার আলী,কাগজপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) রাসেল মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের আজ দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।