কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সামনে গত বুধবার বিকাল ৪ টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন। এসময় বক্তারা বলেন,গত সাড়ে পনের বছর যারা আওয়ামীলীগ করেছেন তাদের দলের মধ্যে কোন ঠাই নেই।এখন যারা নদী দখল, বিল দখল, বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সভায় বলেন।এখনো কিছু নেতা আছে যারা দলীয় পরিচয় দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন।উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ূম খান হেলাল , পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, জেলা বিএনপির সদস্য মীর জলিল, সাবেক উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক হাজী কাজল ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা যুব দলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, সাবেক ছাত্র দল সভাপতি এডভোকেট কাজী মঞ্জুরুল হক রুকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ.কে.এম ফজলুল হক ও সোহরাব উদ্দিন।