স্বৈরাচারের দোসররা

গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কার্যক্রম দমিয়ে রাখতে চাইছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৯ পিএম
গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কার্যক্রম দমিয়ে রাখতে চাইছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।-ফাইল ছবি

স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেশে বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “বাংলাদেশের একটি বড় অংশ এখন সিটিজেন জার্নালিজমের সঙ্গে যুক্ত। অনেক সময় অজ্ঞতার কারণে ভুল তথ্য প্রচার হয়ে যায়, যা বিভ্রান্তি সৃষ্টি করে। তবে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই ধরনের ভুল প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “গুজব ছড়িয়ে জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এটি বুদ্ধিবৃত্তিক কাজকে স্তব্ধ করার কৌশল। সচেতন সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে এই অপচেষ্টাকে রুখতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, “আন্দোলনের প্রতিটি পর্যায়ে নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনার শাসনের অবসানে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তারা সামনের সারিতে থেকে আন্দোলন পরিচালনা করেছেন, যা দেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে।”

বাংলাদেশ বর্তমানে একটি যুগসন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, “এখন সময় এসেছে জনগণের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ গড়ার। রাজনৈতিক বিশ্লেষণ, আলোচনা ও যুক্তিসংগত বিতর্কের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের পরিবর্তনই শেষ কথা নয়। গণতান্ত্রিক কাঠামোকে স্থায়ী করতে এবং জনগণের অধিকার সংরক্ষণে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”

প্রেস সচিব শফিকুল আলম জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যেন নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে