ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গত বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫জন জেলেকে ১৫দিন করে বীনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ড প্রাপ্ত জেলেরা হলো-জহিরুল ইসলাম (৩০) রেনু হোসেন (৩৮), রুহুল আমিন (৪২) নূর ইসলাম (৪৫) ও এবাদত হোসেন (৪৪)। ওইদিন দন্ডপ্রাপ্ত জেলেদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অন্যরা হলেন-জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার এসআই খয়বর রহমান, মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন ও নাহিদুজ্জামান নাহিদ প্রমূখ।
জানা যায়, উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়ন ও দিয়ারা গোপালপুর এলাকায় প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এতে ৫জন জেলে কারেন্ট জাল দিয়ে পদ্মা নদীতে জাটকা নীধন অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। পরে আটককৃত জেলেদের প্রত্যেককে ১৫দিন করে বীনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া অভিযানে জব্দকৃত ৩কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরন সহ ক’য়েক হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত ।