টাঙ্গাইলে মাহে রমজান উপলক্ষে দ্রব্যের দাম সহনীয় রাখতে সভা

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২১ পিএম
টাঙ্গাইলে মাহে রমজান উপলক্ষে দ্রব্যের দাম সহনীয় রাখতে সভা

টাঙ্গাইলে আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  বৃহস্পতিবার  দুপুরে জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত। এসময় আরো বক্তব্য রাখেন ক্যাব এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ড. মিজানুর রহমান, জেলা সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা শাখা ক্যাবের প্রতিনিধি মুহাম্মদ আবু জোবায়ের উজ্জলসহ জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সকল উপজেলার সদস্য বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে