সিলেটে পিআইবি’র তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৬ পিএম
সিলেটে পিআইবি’র তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

সাংবাদিকতার মানোন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সিলেটে শেষ হয়েছে। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, "সংবাদ শুধু এক দিনের জন্য নয়, এটি ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। আজ প্রকাশিত সংবাদ ৫০ বছর পরও কেউ পড়তে পারে, তাই সেটি হতে হবে নির্ভুল ও দায়িত্বশীল।"

তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ খুবই জরুরি, কারণ এটি তাদের দক্ষতা বাড়াতে সহায়তা করে। তবে দক্ষ প্রশিক্ষকের সংখ্যা কম থাকায় ‘ট্রেনিং ফর ট্রেইনার’ (ঞড়ঞ) পদ্ধতি চালুর পরামর্শ দেন তিনি, যাতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদেরও প্রশিক্ষণের সুযোগ থাকে।

বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের হতে হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল। সত্য-মিথ্যা যাচাই না করে সংবাদ প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে।"

সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল কাদির তাপাদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আব্দুর রাজ্জাক পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে অতিথিরা প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন। এই প্রশিক্ষণ সাংবাদিকদের সংবাদ লেখার কৌশল ও তথ্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে