ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজকে ঘিরে ১১ গ্রামের মানুষের স্বপ্নপূরণ হয়েছে। নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা সামলে স্বপ্নপূরণ হয়েছে সুহৃদ সোসাইটির প্রতিষ্ঠাতাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথমবারের মত ৭ জন মাধ্যমিক পরীক্ষার্থীর বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমেই স্বপ্নটি পূরণ হয়েছে তাদের। প্রতিষ্ঠার ৫ বছর পরই এমন প্রাপ্তিতে সকল শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ছিল আবেগ অনুভূতি সুখ দু:খ স্বচ্ছন্দ বেদনা হাসি ও কান্না। প্রিয় প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার দু:খে আবেগে আপ্লোত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ৭ পরীক্ষার্থী। কেঁদেছেন শিক্ষকরাও।
সূত্র জানায়, উপজেলার কালীকচ্ছে সুহৃদ সোসাইটি নামক সংগঠনের উদ্যোগে অজপাড়া গায়ের ফসলি জমিতে ৫ বছর আগে গড়ে উঠেছিল বিদ্যালয়টি। নাগালের মধ্যে স্কুল পেয়ে কোশার পাড়, গলানিয়া, চানপুর, শাহপুর, ধর্মতীর্থ, চাকসার, মূলবর্গ, মৌলভী পাড়া, শাহপুর, দিঘীরপাড় ও কালীকচ্ছ উত্তর এই এগার গ্রামের মানুষ আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখেন। ফলে শুরূতেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। ২/১ বছর পর থেকেই মাধ্যমিকের চেষ্টায় এগুতে থাকেন। চেষ্টা ও স্বপ্ন দু’টোই পূরণ হতে চলেছে তাদের। গতকাল দুপুরে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষক মো. কামরূল ইসলামের সঞ্চালনায় সুহৃদ সোসাইটির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন শিশু। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, মো. বিলাত খাঁ, মহিলা ইউপি সদস্য মোছা: জায়েদা বেগম, লেখক গবেষক সাহিত্যিক ত্রিতালের অধ্যক্ষ ও তিতাস গ্যাসের সাবেক সচিব সঞ্জিব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, কোশার পাড় জামে মসজিদের ঈমাম মো. মুখলেছুর রহমান। এর আগে কুরআন তেলাওয়াত হামদ নাথ, গজল ও বক্তব্য রাখেন শিক্ষার্থী মোছা. ইভা আক্তার, মোছা: ফাতেমা বেগম, সুইটি আক্তার, শাহরিয়ার ইসলাম সাদ, আল মামুন ও মো. মাহদি আক্তার। বিদ্যালয়ের ৫ শিশু শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় পবিত্র কোরআন শরীফ। পরীর্ক্ষীদের স্কুল ও স্কুলকে পরীক্ষার্থীরা উপহার প্রদান করেন। সবশেষে আগামী মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহনকারী ৭ শিক্ষার্থীর সাফল্য কামনায় দোয়া করা হয়।