বাবুগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫০ পিএম
বাবুগঞ্জ পাইলট বালিকা  বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়  মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ । পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম, উপাধ্যক্ষ মোঃ গোলাম হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জাকিয়া বেগমসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিযোগিতায় দৌড়, গোলক নিক্ষেপ,বল নিক্ষেপ, চেয়ার সিটিংসহ প্রায় ১৫ টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য, ও একক নৃত্য  পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে