ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটির নাম ঘোষণা করেন এবং সংগঠনের নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান, মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন।
এছাড়া, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাবসহ বিভিন্ন বেসরকারি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের মতামত নিয়ে গঠিত একটি সংগঠন। আমরা ক্যাম্পাসে লেজুড়বৃত্তির রাজনীতি চাই না। আমাদের সংগঠন গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে এবং এখানে নেতৃত্ব নির্বাচন হবে কাউন্সিলের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি ছাত্র সংগঠন গড়ে তুলতে চাই যেখানে নেতৃত্ব গঠনের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারিত থাকবে। আমাদের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়সসীমা হবে ২৮ বছর, এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের ক্ষেত্রে ভর্তি হওয়ার পর সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসার সুযোগ থাকবে।”
সংবাদ সম্মেলনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনের ঘোষণার সময় ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়ে দুঃখপ্রকাশ করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, “আমরা চাই না ক্যাম্পাসে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হোক। এটি ভুল বোঝাবুঝির ফল ছিল, এবং ভবিষ্যতে আমরা এ ধরনের ঘটনা এড়ানোর চেষ্টা করব।”
নতুন কমিটি ঘোষণার পর, মধুর ক্যান্টিনে একদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া হয়নি। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়, শিগগিরই ইউনিটভিত্তিক কমিটি গঠন করা হবে এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লাগবে বলে জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নতুন কমিটির ঘোষণার মধ্য দিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।