বগুড়ার শেরপুরে মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস বিবিটি ভাটা মাঠে মহিপুর যুব সমাজের উদ্যোগে ও শেরপুর উপজেলা স্বেচ্ছোসেবকদলের আহবায়ক শাহ মো. কাওসার আলী কলিন্সের তত্বাবধানে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বিবিটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় চকপাথালিয়া ক্রিকেট একাদ্বশকে ১২ রানে পরাজিত করে শেরপুর পুলিশ ক্রিকেট একাদ্বশ চ্যাম্পিয়ন হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল) মো. সজিব শাহরিন, সামিট স্কুল এ্যান্ড কলেজের পরিচালক(প্রশাসন) সাইফুল ইসলাম লিপু, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, সদস্য মোজাহার শাহ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মো. ইনছান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল শেখ, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবকদল নেতা মুঞ্জুর মোর্শেদ, ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন, ইঞ্জিনিয়ার মামুন, রিয়াদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য দিয়ে সারা মাঠ উজ্জিবীত করে রাখেন ডা. মো. আনোয়ার হোসেন।