মৌলভীবাজারের কমলগঞ্জে রোজা শুরুর আগ মুহুর্তে পর্যটকদের পদচারনায় মূখরিত। পর্যটকদের উপছে পড়া ভীড় দেখা গেছে। প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য লীলাভূমি কমলগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকা দেখতে সারাদেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভীড় করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ও সবুজ চা বাগানে পর্যটকের পদচারণায় মুখরিত। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা।
এ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, বিভিন্ন খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গ্লফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে।
উপজেলার মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আশা প্রবাসী সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসাথে অনেক গুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোন উপজেলায় পাওয়া যায়না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে। তাহলে আরও অনেক পর্যটক আসবেন।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুল হোসেন চৌধুরী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সবসময় টুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটকরা ঘুরতে আসেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এজন্য আমরা সবসময় কাজ করছি।