ভালুকায় বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৪ পিএম
ভালুকায় বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ

 ময়মনসিংহের ভালুকার হাজিরবাজার এলাকায় বকেয়া বেতনের দাবীতে শাবাব পোষাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। আইন শৃংখলা বাহিনী বল প্রয়োগ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে শ্রমিকরা আরো বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরে সন্ধায় সোয়া ৬টায় কারখানার কর্তৃপক্ষ,সেনাবাহিনী পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সড়ে যায়।

শ্রমিকরা জানান, চলতি মাস নিয়ে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করছে। আজ বেতন দেয়ার কথা ছিল। বেতন না দেয়ায় তারা বাসা ভাড়া দিতে পারছে না এবং,দোকান বাকী পড়েছে। তাই তারা সড়কে নেমে এসেছে।  

পুলিশ জানায়, বৃহস্প্রতিবার শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষ বেতন না দেয়ায় তারা কোনো উপায় না পেয়ে মহাসড়কে নেমে আসে। পরে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে