ফরিদপুরের পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিল কম্পিটিশন’ শীর্ষক চার দিন ব্যাপী এক সেমিনার বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের কম্পিউটারে দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের বিভিন্ন দক্ষতা যাচাই করতে এ সেমিনারের আয়োজন করা হয়।"একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ" এ স্লোগানকে সামনে রেখে উক্ত সেমিনারে শিক্ষার্থীরা গত ২৩ ফেব্রুয়ারী থেকে চারদিন বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা তুলে ধরেন।
এ সেমিনারের সভাপতিত্ব করেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর প্রকাশ কুমার সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী অলিউল্লাহ আহমেদ। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ( আইসিটি সেল) এর সহকারী পরিচালক শাকিলা রহমান ও বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর শামিম আতাহার সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন ফরিদপুর পলিটেকনিক চীপ ইন্সট্রাক্টর মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়া উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সেমিনারে অংশ নেন বলে জানা যায়।এ কর্মশালায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা নিজেদের অর্জিত দক্ষতা হাতে কলমে প্রদর্শন করেন।পরে বিজয়ী প্রতিযোগীদের সেমিনার শেষে যোগ্যতার সনদ ও উপহার সামগ্রী বিতরন করা হয়।