রাজারহাটে ভ্রাম্যমান আদালতে এডিবি ইট ভাটায় জরিমানা ও বন্ধ ঘোষনা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৬ পিএম
রাজারহাটে ভ্রাম্যমান আদালতে এডিবি ইট ভাটায় জরিমানা ও বন্ধ ঘোষনা

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করে চালু রাখায় একটি ইট ভাটার ১লাখ টাকা জরিমানা আদায়ের পর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে পূনরায় বন্ধ করে দিয়েছেন প্রশাসন। বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগেরডাবরীহাট এলাকায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ ইটভাটা মেসার্স এডিবি ব্রিকসকে ১লাখ টাকা জরিমানা আদায় করেন এবং সেই সাথে পল্লী বিদ্যুতের লাইনম্যান দিয়ে ভাটায় বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করে ইটভাটাটি পূনরায় বন্ধ ঘোষনা করেন।

উল্লেখ্য, গত ১০ফেব্রুয়ারী বিকালে ওই ইটভাটাটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ৫০হাজার টাকা জরিমানা আদায় করে বন্ধ ঘোষনা করেছিলেন।  বিষয়টি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে