পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বি ( ২০৬৮৮) এর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে উপজেলাবাসীর গণ অভিযোগের প্রেক্ষিতে বদলী হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়, পঞ্চগড় সংস্থাপন শাখা আদেশ নম্বর ০৫.৪৭.৭৭০০.০০৮.৩১.০০৬.২২. তারিখ ২৬ ফেব্রুয়ারী/২৫ইং অফিস আদেশ অনুযায়ী তাকে ২৭ ফেব্রুয়ারী/২০২৫ অপরাহ্নে বর্তমান কর্মস্থল তেঁতুলিয়া উপজেলা হতে অবমুক্ত হবেন বলা হয়েছে। একই সংগে তাঁর উপর অর্পিত দায়িত্ব মো. জাকির হোসেন (১৮০৬৫), উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর এর নিকট হস্তান্তর করার কথা বলা হয়েছে। উক্ত আদেশে জানানো হয় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির কে বরিশাল বিভাগে উপজেলা নির্বাহী অফিসার অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার-এর অধীন ন্যাস্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বিকে অপসারণের দাবিতে গত বুধবার উপজেলার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলা প্রসাশকের কাছে গণ অভিযোগ করেছে। সেই অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের একাধিক অনিয়ম-দূর্নীতির বিষয় তুলে ধরা সহ আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের জন্য আল্টিমেটাম দেওয়ার পর তীব্র জনঅসন্তোষের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় তাঁকে বদলী করেন।