চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে কেরু ব্রান্ডের ২১ বোতল মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে (২৭ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ] জেলা গোয়েন্দা শাখা,চাঁদপুরের এসআই মোঃ জুয়েল রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর মডেল থানাধীন পাল বাজার ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বে ব্যাংক এশিয়া বুথ এর সামনের রাস্তায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।এ সময় ধৃত আসামী মোঃ রাসেল সরকার(৩৮), ডান হাতে থাকা বাজারের প্লাষ্টিকরে ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় দেশীয় তৈরী কেরু ব্রান্ডের ২১ বোতল মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল সরকার(৩৮), পিতা-ইদ্রিস সরকার, মাতা-মাজেদা বেগম, সাং-মাহমুদপুর, ২নং ওয়ার্ড, মোহনপুর ইউপি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।