দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে কাহারোল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর উদ্বোধন করেন, প্রধান অতিথী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথী ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ড. মোঃ মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন ও কাহারোল উপজেলা বি,এন,পি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশাহ সহ বিভিন্ন এলাকার প্রতিনিধিগণ।