ইসলামবিদ্বেশী রাখাল রাহা ও সোহেল গালিবের শাস্তির দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তৌহিদী জনতা। আজ শুক্রবার জু’মার নামাজের পর হিলি আজিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় খাদ্যগুদাম মোড়ে পথসভায় বক্তব্য রাখেন, মুফতি নুরুল কবির, মুফতি মাহাদী হাসানসহ আরও অনেকে। বক্তারা রাখাল রাহা ও সোহেল গালিবের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।