পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশিনার এম এ জিন্নাহ। এসময় নির্বাচিন কমিশনের সদন্য আঃ রাজ্জাক মন্ডল,রকিবুর রহমান টুকুন,রনি রায় ও সাইফুল ইসলাম ছাড়াও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি চাটমোহর ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,সহ-সম্পাদক পদে মোঃ এনামুল হক,সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ নান্টু,কোষাধ্যক্ষ পদে জাহিদুর ইসলাম সাগর,দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুর মোহাম্মদ রান্টু,সমাজকল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রবিউল ইসলাম,বানিজ্যিক সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম ইসলাম,প্রচার সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম ও কার্যকরী সদস্য পদে মোঃ বকুল হোসেন ও হাফেজ মোঃ আঃ বাতেন নির্বাচিত হয়েছেন।