মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‌্যালি

এফএনএস (মোঃ শওকত আলী শরীফ; নগরকান্দা, ফরিদপুর) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৬ পিএম
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‌্যালি

 জামাযাতে ইসলামী বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে - আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শুক্রবার সকাল ১০ টায় এক র‌্যালি বের করে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নগরকান্দা  উপজেলা শাখার আমির ও ফরিদপুর-২ আসনে জাময়াত ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামী বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো: সাহিদুজ্জামান সাহিদ মাষ্টার, সহ সাধারন সম্পাদক মো: এনায়েত হোসেন, নগরকান্দা পৌর আমির মাওলানা সাখাওয়াত হোসেন সহ নগরকান্দা উপজেলা ও বি়ভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর  নেতা কর্মীরা। রেলিতে তাদের সে­াগান ছিল, আহলান সাহলান - মাহে রমাদান,রমজানের পবিত্রতা- রক্ষা করো , করতে হবে,.মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না,চলবে না। খোলা বাজারে চায়ের দোকান-চলবে না, চলবে না। আহলান সাহলান- মাহে রমজান। মাহে রমজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম ।

আপনার জেলার সংবাদ পড়তে