ময়মনসিংহের গফরগাঁওয়ে চর শাঁখচুড়া নামাপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার রাতে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। দুগাছিয়া জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব অধ্যাপক জাকারিয়া শরীফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান।