নাগেশ্বরীতে ধর্ষণ ও মাদক বন্ধের দাবিতে মিছিল ও মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৭ পিএম
নাগেশ্বরীতে ধর্ষণ ও মাদক বন্ধের দাবিতে মিছিল ও মানববন্ধন

সারাদেশ জুড়ে অশ্লিলতার প্রসার, ক্রমাগত ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই ও মাদকের সহজলভ্যতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জনসম্মুখে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র জনতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় প্রতিবাদ মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল গেট থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন ও করেন তারা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার অর্থ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের, নাগেশ্বরী সরকারি কলেজের ছাত্র, আবু সাঈদ সিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে