নাগেশ্বরীতে ধর্ষণ ও মাদক বন্ধের দাবিতে মিছিল ও মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৭ পিএম
নাগেশ্বরীতে ধর্ষণ ও মাদক বন্ধের দাবিতে মিছিল ও মানববন্ধন

সারাদেশ জুড়ে অশ্লিলতার প্রসার, ক্রমাগত ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই ও মাদকের সহজলভ্যতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জনসম্মুখে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র জনতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় প্রতিবাদ মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল গেট থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন ও করেন তারা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার অর্থ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের, নাগেশ্বরী সরকারি কলেজের ছাত্র, আবু সাঈদ সিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে