তেভাগা খামার পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৩ পিএম
তেভাগা খামার পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

অন্তবর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে অবস্থিত নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয় পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো.মোখলেস উর রহমান। গতকাল শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি এলাকায় এসে পৌঁছান। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের  বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দীন, চট্টগ্রাম এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ.আল মামুন শিকদার, প্রণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সমাজসেবা কর্মকর্তা মো.মুজাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুজিনা রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,সমবায় কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন, ফতেপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মুছা সিদ্দিকী, ফতেপুর ইউ পির   প্রশাসনিক কর্মকর্তা মো.আবু তৈয়ব, ইউপি সদস্য মো.আব্দুল কাদের, সমিতির সভাপতি মো.নুরুল আলম, সাধারণ সম্পাদক মো.শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত জোবরা তেভাগা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। তাছাড়া নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিঃ সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে