ভেড়ামারায় জামায়াতের মিছিল-সমাবেশ

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
ভেড়ামারায় জামায়াতের মিছিল-সমাবেশ

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্য্যায়ে রাখতে কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামী বিশাল মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে দল টি মিছিলটি বের করে। মাহে রমজান কে স্বাগত জানিয়ে মিছিলে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফেসটুন, কালেমা খচিত ব্যানার শোভা পাচ্ছিল। মিছিলে দ্রব্যমূল্যে সহনীয় পর্য্যায়ে রাখতে সরকার এবং ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসষ্টান্ডে সমাবেশ করে। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমাীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. মাওলানা নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক মনজুরুল আলম খোকন, তারেক রহমান এবং তারেক আহমেদ, হাফেজ হারুন অর রশিদ, ডাঃ আলী হোসেন, ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের সহ সম্পাদক মাওলানা সাগর আহমেদ, বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা নোমান জহির রাজা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে