নওগাঁর মহাদেবপুরে মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে সমাবেশে মিলিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সদ্য মনোনয়ন পাওয়া জামায়াতের এমপি প্রার্থী মাওলানা মো: মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমন প্রমুখ র্যালিতে নেতৃত্ব দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য জামায়াত নেতাকর্মী এতে অংশ নেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর শহীদুল ইসলাম ফারুকী, নায়েবে আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ।