হোসেনপুরে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৩ পিএম
হোসেনপুরে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে র‍্যালিটি হোসেনপুর নতুনবাজার কেন্দ্রিয় ঈদগা মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি পূর্ব সমাবেশ এ বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক, নায়েবে আমির অধ্যাপক এডিএম মুহিবুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মো. আজারুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা মো.রহমত আলী, উপজেলা ছাত্র শিবির সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ। বক্তারা রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে