নাগেশ্বরীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৩:২১ পিএম
নাগেশ্বরীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা নামক এলাকার ধান ক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করেন তারা। অটো চালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে। 

নাগেশ্বরী থানার অফিসার  ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এটা মূলতঃ ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী থানার এরিয়া ব্যাবহার করেছে। ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের কারণে হতে পারে। লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে