রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৩:৩৭ পিএম
রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালি ও বের করা হয়েছে। র‌্যালি কর্মসূচি থেকে রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়েছে। 

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা  মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বক্তব্য রাখেন ইফার জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ড.মোঃ কামরুল হাসান, সদরের সুপার ভাইজার হাফেজ মাও.একেএম মস্তোফা কামাল, প্রকাশনা কর্মকর্তা আবুল কালাম সরকার, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, কেয়ারটেকার হাফেজ মাও. হুমায়ুন কবীর মিল্লাতী, কেয়ারটেকার মাও. সাদেকুজ্জামান, মাও আব্বাস আলী, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও এমরুল হাসান, সদর শাখার সাধারণ সম্পাদক মাও. মো. আমিনুল হক প্রমুখ। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, ইফার শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে