দাকোপ দ্যুতি’ মোড়ক উন্মোচন ও গুণিজন সংবর্ধনা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৫:২০ পিএম
দাকোপ দ্যুতি’ মোড়ক উন্মোচন ও গুণিজন সংবর্ধনা

খুলনার দাকোপ উপজেলার শিক্ষামূলক ফোরাম’ দাকোপ খুলনা শিক্ষা পরিবারের (ডিকেএসপি)’ ম্যাগাজিন ’দাকোপ দ্যুতি’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে দাকোপের বিভিন্ন প্রান্তের ২০ জন গুণিজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  শুক্রবার  ২৮ ফেব্রুয়ারি ২০২৫ দাকোপের বুড়ির ডাবর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ’দাকোপ দ্যুতি’ ম্যাগাজিনটি  সম্পাদনা করেন সরকারি এলবিকে কলেজের বাংলা বিভাগের প্রভাষক রাধাকান্ত মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিকেএসপির সভাপতি বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক হেমন্ত কুমার বৈদ্য এবং সমন্বয়ক অসীম ঘরামী।

 ডিকেএসপির দিনব্যাপী ওই আয়োজনের একটি পর্বে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় ও শেক্সপিয়ার রায়ের উপস্থাপনায় দাকোপের সবগুলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে  সাংস্কৃতিক প্রতিযোগিতার  আয়োজন  এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।   প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, লোকসংগীত, নজরুল গীতি, রবীন্দ্রনাথ সংগীত, কুইজ এবং অংকন প্রতিযোগিতা । অনুষ্ঠানে ডিকেএসপির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫০০ অতিথি অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে